৩ বার এসএসসি পরীক্ষায় অকৃতকার্য, তারপরও…

৩ বার এসএসসি পরীক্ষায় ফেল করেছেন চঞ্চল চৌধুরী। বাস্তবে নয়, ঘটনাটি ঘটেছে একটি ধারাবাহিক নাটকে। যেখানে দেখা যাবে, ৩ বার ফেল করেও তিনি দমে যাননি। পছন্দের মানুষ নাদিয়ার চাওয়া পূরণ করতে আবারো বসেছেন পরীক্ষার হলে।

এমন গল্প নিয়ে তৈরি হলো ধারাবাহিক নাটক ‘চম্পাকলি টকিজ’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হিমু আকরাম।

এ প্রসঙ্গে জানতে চাইলে পরিচালক হিমু আকরাম জানান, কাল্পনিক অভিরামপুর গ্রাম আর সিনেমাপ্রেমী কিছু মানুষের গল্প নিয়েই এগিয়েছে নাটকটির কাহিনি। পুরো শুটিং হয়েছে ঢাকার অদূরে পূবাইলে। আমার খুব পছন্দের ও চেনা গল্প এটি। এই গল্পে গ্রামের কিছু অদ্ভুত চরিত্র দেখা যাবে। যাদের জীবন সিনেমার মতোই রঙিন।

নাটকে চঞ্চল চৌধুরী-নাদিয়া ছাড়াও অভিনয় করেছেন, ফজলুর রহমান বাবু, প্রিয়া আমান, শাহনাজ খুশি, দিহান, ফারুক আহমেদ, আখম হাসান, হাসান মাসুদ প্রমুখ।

জানা গেছে, আজ থেকে প্রতি সোম ও মঙ্গলবার রাত ৭টা ৩৫ মিনিটে নাটকটি দেখা যাবে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে।

এস/