৩ ভাইকে শেয়ার দেবেন ইষ্টার্ন ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক

পুঁজিবাজারের তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ইষ্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ আহসান তার ৩ ভাইকে শেয়ার উপহার দেয়ার ঘোষণা দিয়েছেন। এই উদ্যোক্তা পরিচালক তার ভাইদের ৪ লাখ ৭৪ হাজার শেয়ার উপহার দিবেন।

ডিএসই সূত্র জানায়, ইষ্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ আহসানের কাছে প্রতিষ্ঠানের ১৪ লাখ ৯৪ হাজার ৭৫৯টি শেয়ার রয়েছে। এর মধ্যে তিনি তার ৩ ভাই আজমল হোসাইন, আবু বকর সিদ্দিক এবং মোহাম্মদ জুলহাসকে ৪ লাখ ৭৪ হাজার ৪১৭টি শেয়ার উপহার দিবেন।

এই উদ্যোক্তা পরিচালক আগামী ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার স্টক এক্সচেঞ্জের লেনদেন সিস্টেমের বাইরে উপহার হিসাবে দিতে পারবেন।

আজকের বাজার:এলকে/এলকে/ ১৮ জুন ২০১৭