রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) কর্মচারীরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে নগর ভবনে বিক্ষোভ করেছেন। এসময় তারা রাজশাহী সিটি কর্পোরেশনের হিসাব রক্ষকের কক্ষে তালা লাগিয়ে দেন।
সোমবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত রাসিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ থেকে মঙ্গলবারের মধ্যে বেতন পরিশোধ না করলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেয়া হয়।
রাসিক কর্মচারী ইউনিয়নের সভাপতি দুলাল শেখ বলেন, ৪০ লাখ টাকা বকেয়া পাওনা আদায়সহ ১১ দফা দাবিতে গত বছরের জুলাই মাসে নগর ভবনের প্রধান ফটকে তালা দিয়ে লাগাতার কর্মসূচি পালন করা হয়েছে। ওই সময় দাবি মেনে নেয়ার আশ্বাস দেন মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। কিন্তু ওই ১১ দফা দাবি বাস্তবায়ন হয়নি।
রাসিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আজমেরী আহম্মেদ মামুন বলেন, আবারও তিন মাসের বেতন বকেয়া পড়েছে। এ ঘটনায় দুই হাজার দুইশ দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী এবং চারশ স্থায়ী কর্মকর্তা ও কর্মচারী অসহায় জীবনযাপন করছেন। মঙ্গলবারের মধ্যে বেতন পরিশোধ না হলে লাগাতার কর্মবিরতি পালন করা হবে।
সমাবেশ শেষে কর্মচারী ইউনিয়নের সদস্যরা হিসাব রক্ষক নিজামুল হুদার কক্ষে তালা লাগিয়ে দেন।
সমাবেশে অন্যদের মধ্যে কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি বিশ্বজিৎ চক্রবর্তী, আইন সম্পাদক আলতাফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে হিসাব রক্ষক নিজামুল হুদার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে আমি কোনো কথা বলতে পারব না।
এ বিষয়ে কথা বলতে মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের মুঠোফনে বারবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
আজকের বাজার/একেএ