৩ মাসে রেকর্ড পরিমাণ বিদেশি বিনিয়োগ

দেশের পুঁজিবাজারে বিদেশি পোর্টফোলিওগুলোতে রেকর্ড পরিমান লেনদেন হয়েছে। ২০১৬-১৭ অর্থবছর শেষে ডিএসইতে বিদেশি লেনদেন দাঁড়িয়েছে ১০ হাজার ৯ কোটি ৩৭ লাখ টাকা। যা এর আগের অর্থবছরের চেয়ে ১ হাজার ৯২৫ কোটি ৪৬ লাখ টাকা বা ২৩.৮২ শতাংশ বেশি।

ডিএসই সূত্রে জানা গেছে, ২০১৫-১৬ অর্থবছরে বিদেশি পোর্টফোলিওতে লেনদেন ছিল ৮ হাজার ৮৩ কোটি ৯১ লাখ টাকা। এর মধ্যে শেয়ার বিক্রির পরিমাণ ছিল ৩ হাজার ৮৭০ কোটি ৪৫ লাখ টাকার; আর ক্রয়ের পরিমাণ ছিল ৪ হাজার ২৬৭ কোটি ৭৭ লাখ টাকা।

বিদায়ী ২০১৬-১৭ অর্থবছর বিদেশি বিনিয়োগের লেনদেন দাঁড়ায় ১০ হাজার ৯ কোটি ৩৭ লাখ টাকা। এর মধ্যে ক্রয় হয়েছে ৬ হাজার ১৩৮ কোটি ৯১ লাখ টাকা। আর বিক্রয় হয়েছে ৩ হাজার ৮৭০ কোটি ৪৫ লাখ টাকা।

২০১৬-১৭ অর্থবছরে বিদেশি নিট বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ২৬৮ কোটি ৪৬ লাখ টাকা। এর আগের অর্থবছরে এর পরিমাণ ছিল ৪৫১ কোটি ৬৪ লাখ টাকা। সেই হিসেবে আলোচ্য বছরে নিট বিনিয়োগের পরিমাণ বেড়েছে ১ হাজার ৮১৬ কোটি ৮২ লাখ টাকা বা ৪০২.২৭ শতাংশ।

২০১৬-১৭ অর্থবছরের জুন মাসে বিদেশি নিট বিনিয়োগ পরিমাণ দাঁড়িয়েছে ৩৯০ কোটি ৩১ লাখ টাকা। গত অর্থবছরের একই মাসে এই নিট বিনিয়োগ নেতিবাচক ছিল ৩৫ কোটি ৬৬ লাখ টাকা।

এ মাসে বিদেশি পোর্টফোলিওগুলোতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৭২ কোটি ৬৩ লাখ টাকা। এর মধ্যে শেয়ার বিক্রি হয়েছে ৩৪১ কোটি ১৫ লাখ টাকার। আর শেয়ার ক্রয় হয়েছে ৭৩১ কোটি ৪৭ লাখ টাকার।

ডিএসইর তথ্যে দেখা যায়, সবচেয়ে বেশি নিট বিনিয়োগ এসেছে ডিসেম্বর, মার্চ ও জুন মাসে। ৩ মাসে মোট নিট বিনিয়োগ ছিল ১১০০ কোটি টাকার ওপরে। তবে সবচেয়ে নিট বিনিয়োগ কমেছিল অগাস্ট মাসে। আলোচ্য মাসে বিদেশি নিট বিনিয়োগ নেতিবাচক ছিল ৩ কোটি ৭৫ লাখ ৯৬ হাজার টাকা।

আজকের বাজার: এলকে/এলকে ৬ জুলাই ২০১৭