৩ লাখ ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে

মায়ানমারের সহিংসতা থেকে বাঁচতে বাংলাদেশের পালিয়ে আসা রোহিঙ্গাদের সংখ্যা ৩ লাখ ৭০ হাজারে পৌঁছেছে বলে দাবি করেছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক এজেন্সি।

রাখাইনের কয়েকটি পুলিশ ফাঁড়ি এবং একটি সেনা ক্যাম্পে গত ২৪ অগাস্ট রাতে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর সেখানে নতুন করে সেনা অভিযান শুরু হয়। তখন থেকেই নতুন করে শুরু হয় রোহিঙ্গা শরণার্থীদের স্রোত।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের মুখপাত্র ভিভিয়ান তানের বরাত দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে। খবরে আরও বলা হয়, এ নিয়ে ২০১৬ সালের অক্টোবরের পর বাংলাদেশে রোহিঙ্গা এসেছে অন্তত ৪ লাখ ৫৭ হাজার।

এই দফায় ৩ লাখের মতো রোহিঙ্গা আসতে পারে বলে গত ৬ অগাস্ট জাতিসংঘের পক্ষ থেকে ধারণা দেওয়া হয়েছিল। কিন্তু এক সপ্তাহের মাথায় জাতিসংঘ যে হিসাব দিল তা তাদের আগের ওই ধারণার চেয়েও পৌনে এক লাখ বেশি।

বাংলাদেশ পুরোপুরিভাবে রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে। মায়ানমারকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আন্তর্জাতিকভাবে চাপ দেওয়া হচ্ছে।

কক্সবাজারের উখিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের দেখতে গিয়ে বলেন,ঘরবাড়ি হারিয়ে যেসব রোহিঙ্গা এখানে (বাংলাদেশে) এসেছেন,তারা সাময়িক আশ্রয় পাবেন। তাদের মায়ানমারে ফিরে যেতে হবে।’

আজকের বাজার : এলকে/এলকে ১২ সেপ্টেম্বর ২০১৭