ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুজব ছড়ানোর অভিযোগে ৩ শিক্ষার্থীকে তাদের সম্মতিতেই অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছিল। আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন সুফিয়া কামাল হলের প্রধাক্ষ্য সাবিতা রেজওয়ান রহমান।
সংবাদ সম্মেলনে প্রধাক্ষ্য সাবিতা রেজওয়ান বলেন, মেয়েদের নিরাপত্তার স্বার্থে এবং অভ্যন্তরীণ অবস্থা সুষ্ঠু রাখতে ওই সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ, গত ২০শে এপ্রিল উসকানিমূলক তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করায় সুফিয়া কামাল হলের ৩ শিক্ষার্থীকে তাদের অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়। পরে অবশ্য সেই অভিযোগ তুলে নেওয়া হয়।
এস/