প্রশাসনের সর্বশেষ রদবদলে তিন সচিব এবং ছয়জন অতিরিক্ত সচিবকে বদলি, পদোন্নতি এবং নতুন পদায়ন দেয়া হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহারকে তথ্যসচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
এছাড়া ধর্ম সচিব মো. আনিছুর রহমানকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে বদলি করা হয়েছে। স্বাস্থ্য, শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব শেখ ইউসুফ হারুনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
রদবদলে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মাহবুব হোসেনকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রওনক মাহমুদকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং রাজউকের চেয়ারম্যান সুলতান আহমেদকে বিদ্যুৎ বিভাগের সচিব করা হয়েছে।
এদিকে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আলী নূর। সমাজকল্যাণ সচিব হয়েছেন ঢাকার বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মো. নূরুল ইসলামকে ধর্ম সচিব করা হয়েছে।
আজকের বাজার/এমএইচ