কহো না প্যায়ার হ্যায়' মুক্তির পর রাতারাতি তারকা হয়ে গিয়েছিলেন হৃত্বিক রোশন ও আমিশা প্যাটেল।
একসঙ্গে ৩ হাজার জনের কাছ থেকে বিয়ের প্রস্তাব পেয়েছিলেন হৃত্বিক রোশন। সম্প্রতি কপিল শর্মার শোতে এমনটাই স্বীকারোক্তি ছিল বলিউডের সুপার হিট তারকা হৃত্বিক রোশন 'এর।
সালটা ২০০০, 'কহো না প্যায়ার হ্যায়' ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন হৃত্বিক রোশন। ছবিটি বক্স অফিসে সুপার হিট ছিল। আর এই ছবি দেখেই হৃত্বিকের প্রেমে হাবুডুবু অবস্থা হয়েছিল বহু মহিলা ভক্তের। তবে সেবছরই সব মেয়েদের হৃদয় ভেঙে পুরনো বান্ধবী সুজান খানকে বিয়ে করেন হৃতিক। যদিও টানা ১৪ বছর সংসার করার পর সেই বিয়ে ভেঙে যায়।
আজকের বাজার/লুৎফর রহমান