কুড়িগ্রামের রাজিবপুরে শুক্রবার রাতে অভিযান চালিয়ে চারটি গাঁজা গাছসহ একজনকে আটকের কথা জানিয়েছে পুলিশ। আটক ইসমাইল হোসেন (৪৫) সদর ইউনিয়নের চর মদনের গ্রামের ইফাজ উদ্দিনের ছেলে।
সংশ্লিষ্টরা জানান, প্রতিবেশী সবাই জানতো উন্নত গাঁদা ফুলের গাছ। সুগন্ধ যেমন হোক, পুলিশের কাছে গন্ধ ছিলো অপরাধ! তাই পুলিশের অভিযানে ধরা পড়লো গাঁদা নয় এগুলো বাস্তবে গাঁজার গাছ। নিজ বাড়িতে নিষিদ্ধ গাঁজার চাষ করার অপরাধে ইসমাইল হোসেনকে আটক করে রাজিবপুর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ইসমাইল হোসেনের বাড়িতে অভিযান চালান আইনশৃঙ্খলা বাহিনী। এসময় ইসমাইল হোসেন বাড়িতে থাকায় পুলিশের হাতে ধরা পড়ে গোপনে গাঁজা চাষ করার কথা স্বীকার করেন।
এ ব্যাপারে রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম জানান, অভিযানে আটক ইসমাইল হোসেনের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। কুড়িগ্রামের পুলিশ সুপার জান্নাত আরা জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের অংশ হিসেবে অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আসতে হবেই। খবর-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান