৪০তম বিসিএসের অবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা শনিবার শুরু হয়েছে। আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ৮ জানুয়ারি পর্যন্ত চলবে।
গত বছরের ৩ মে ৪০তম বিসিএসের প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণ ২০ হাজার ২৭৭ জন প্রার্থীকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য সাময়িকভাবে যোগ্য ঘোষণা করে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি)।
শনিবার অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় মোট ১৮ হাজার ১৫৪ জন প্রার্থী উপস্থিত ছিল। সুষ্ঠু পরিবেশে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে বিপিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আজকের বাজার/এমএইচ