৪০ জনের বেশি যাত্রী নিয়ে পাকিস্তানের বিমান বিধ্বস্ত

পাকিস্তানের অ্যাবোটাবাদ জেলার হ্যাভেলিয়ান পৌরসভার প্যাটোলা গ্রামে পাকিস্তান এয়ারলাইন্সের অভ্যান্তরীণ রুটের ফ্লাইট পিকে-৬৬১ বিমানটি বিধ্বস্ত হয়েছে।

দেশটির চিত্রাল বিমানবন্দর থেকে ইসলামাবাদ বিমানবন্দরে যাওয়ার সময় সেটি বিধ্বস্ত হয়। ওই বিমানে ৪০ জনের বেশি যাত্রী ছিল।

আজ বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার পর পাকিস্তানের জনপ্রিয় দ্য ডন পত্রিকার অনলাইন ভার্সনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চিত্রাল বিমানবন্দরে বরাত দিয়ে ওই প্রতিবেদনে আরও জানানো হয়েছে, বিধ্বস্ত বিমানটিতে পাকিস্তানের জনপ্রিয় গায়ক জুনায়েদ জামশেদ এবং একটি জেলার ডিসি (ডেপুটি কমিশনার) উমর ওয়ারিচ ওই বিমানে ছিলেন।

তবে বিমানে থাকা যাত্রীদের বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।