বন্ধুর সঙ্গে ২০০০ টাকার বাজি ধরেছিলেন ৫০টা সিদ্ধ ডিম খেয়ে দেখাবেন। কিন্তু ৪১টা ডিম খেয়েই চিরতরে থামতে হল ৪২ বছরের সুভাষ যাদবকে।
ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের জৌনপুর জেলার বিবিগঞ্জের বাজারে। পুলিস জানিয়েছে, সোমবার বন্ধুর সঙ্গে বাজারের দোকানে সিদ্ধ ডিম খাওয়ার উদ্দেশ্যে গিয়েছিলেন সুভাষ।
হঠাৎ দুজনের মধ্যে কে কত বেশি ডিম খেতে পারেন তা নিয়ে তর্ক শুরু হলে পরস্পরের সঙ্গে তাঁরা ২০০০ টাকার বাজি ধরেন ৫০টি সিদ্ধ ডিম খাওয়ার জন্য। সুভাষ প্রথমে খাওয়া শুরু করেন। ৪১টা ডিম খাওয়ার পর ৪২তম ডিম খেতে গিয়েই ঘটে গেল দুর্ঘটনাটি।
দম আটকে রাস্তার উপরই অজ্ঞান হয়ে যান তিনি। বাজারে উপস্থিত ক্রেতা, বিক্রেতারা তৎক্ষণাৎ তাঁকে প্রথমে জেলা হাসপাতালে নিয়ে যান। সঙ্গে ছিলেন তাঁর বন্ধুও। খবর দেওয়া হয় তাঁর বাড়িতে। সুভাষের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়ের ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে স্থানান্তরিত করা হলেও কিছুক্ষণের মধ্যে সেখানেই মারা যান তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত খাওয়ার ফলেই মৃত্যু হয়েছে সুভাষের।
আজকের বাজার/লুৎফর রহমান