৪১ রুটে নৌচলাচল বন্ধ

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে সৃষ্ট বৈরী আবহাওয়ার কারণে অভ্যন্তরীণ ও দূরপাল্লার কয়েকটি নৌপথে লঞ্চ চলাচল সাময়িক স্থগিত করেছে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এর মধ্যে ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনাল থেকেই ৪১টি রুটে নৌচলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

২১ অক্টোবর শনিবার দুপুরে বিআইডব্লিউটিএ’র নির্দেশে বলা হয়েছে, আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ঢাকার সদরঘাট থেকে ৪১টি রুটে নৌচলাচল বন্ধের এ নির্দেশ বহাল থাকবে।

নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক মো. নাদিরুজ্জামান বলেন, নদীবন্দরগুলোতে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত অব্যাহত ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকা নদীবন্দর থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আবহাওয়া পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত এ নির্দেশ বহাল থাকবে।

এদিকে বৈরী আবহাওয়ার কারণে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ-রুটে। এতে নদীর উভয় তীরে আটকা পড়েছে শতাধিক যানবাহনের হাজার হাজার যাত্রী।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক খন্দকার শাহ নেওয়াজ খালিদ জানান, ঝোড়ো হাওয়া, বৃষ্টি আর তীব্র স্রোতের কারণে ফেরি, স্পিডবোট ও লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।

এছাড়া চাঁদপুর নৌবন্দরে ২ নম্বর সতর্কসংকেত থাকায় শনিবার বেলা তিনটার পর থেকে সব ধরনের নৌচলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

তবে বৈরী আবওহাওয়ার কারণে বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরিসহ সকল নৌযান চলাচল শুরু হয়েছে প্রায় ১৪ ঘণ্টা পরে। শুক্রবার মাঝ রাতে ওই নৌপথে ফেরিসহ সকল নৌযান বন্ধ করে দেওয়া হয়। তবে শনিবার বেলা ১২টার পর আবার চালু হয়।

উল্লেখ, নিম্নচাপের কারণে গত দুই দিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ভারি থেকে অতিভারি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আজ শনিবারও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সাগরের এই নিম্নচাপের কারণে দেশের ৪ সমুদ্রবন্দর চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে। আর নৌবন্দরগুলোকে ২ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আজকের বাজার:এলকে/এলকে ২১ অক্টোবর ২০১৭