৪২ দিন ছুটির পর সুপ্রিমকোর্টে কাল রোববার থেকে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হবে।
১ সেপ্টেম্বর থেকে আজ ১২ অক্টোবর পর্যন্ত সরকারী ছুটি,সাপ্তাহিক ছুটি, আদালতের অবকাশকালীন ছুটির কারণে দীর্ঘ ৪২ দিন সুপ্রিমকোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ ছিল। তবে এ সময়ে জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদি নিস্পত্তির জন্য অবকাশকালীন বেঞ্চ বিচারিক কার্যক্রম পরিচালনা করেছে। এ সময়ের জন্য বিচারিক এখতিয়ার দিয়ে প্রধান বিচারপতি অবকাশকালীন বেঞ্চ গঠন করে।
সুপ্রিমকোর্টের অবকাশকালীন ছুটি শেষে আগামীকাল রবিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও সুপ্রিমকোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ এটর্নি জেনারেল, সুপ্রিমকোর্ট বার-এর সভাপতি-সম্পাদক ও বিজ্ঞ আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।
সুপ্রিমকোর্টের রেজিষ্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস ১৩ অক্টোবর রবিবার সকাল সাড়ে দশটা থেকে দুপুর ১টা পর্যন্ত সুপ্রিমকোর্টের মূল ভবনের ভেতরে লনে এ সৌজন্য সাক্ষাত হবে। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ