পাবনায় ৪৪ কেজি গাঁজা ও ১ টি পিকআপ ভ্যানসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২ ক্যাম্পের সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার সদর থানাধীন বাস টার্মিনালে চেকপোস্ট স্থাপন করে র্যাব । সিগন্যাল দিয়ে গতিরোধ করলে আসামিরা র্যাবের গাড়ি দেখে পিকআপ ভ্যান থেকে নেমে পালানো চেষ্টা করে। পরে রংপুর জেলার দহিগন্জ গ্রামের তমসের আলীর ছেলে আতিক হাসান (২৩), ও কুড়িগ্রাম জেলার শিমুলবাড়িয়া গ্রামের খাজা মিয়ার ছেলে হাসানুর রহমান মুকুল (৩২) কে গাঁজা ও পিকআপ ভ্যানসহ আটক করে র্যাব।
জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে পরিবহনের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য (গাঁজা) ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে। এ সংক্রান্তে ধৃত আসামিদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মামলা রুজু করা হয়েছে।