৪৫ দিন পর মালদ্বীপের জরুরি অবস্থা প্রত্যাহার

মালদ্বীপের টানা ৪৫ দিন পর জরুরি অবস্থা  থাকার পর অবশেষে তা প্রত্যাহার করেছেন দেশটির প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন।বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জরুরি অবস্থা তুলে নেয়া হয়।

প্রেসিডেন্টের দপ্তর থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে নিরাপত্তা বাহিনীর পরামর্শে জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়েছে। জাতীয় নিরাপত্তা নিয়ে ঝুঁকি থাকলেও, জাতি এখন সংকট মোকাবিলায় প্রস্তুত রয়েছে বলে জানানো হয় বিবৃতিতে।

এর আগে, গেল মাসে মালদ্বীপের সুপ্রিম কোর্ট সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে কারাবন্দী বিরোধী দলীয় ৯ জন নেতার মুক্তির আদেশ দেয়। ইয়ামিনের সরকার আদালতের ওই আদেশ প্রত্যাখ্যান করলে শুরু হয় রাজনৈতিক সংকট।

আরএম/