৪৬ শতাংশ ইপিএস কমেছে আলহাজ্ব টেক্সটাইলের

পুঁজিবাজারে তালিকাভুক্ত আলহাজ্ব টেক্সটাইলের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৪৬ শতাংশ কমেছে। আগের বছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের ৬ মাসে (জুলাই-ডিসেম্বর ১৭) এই মুনাফা কমেছে।

চলতি অর্থবছরের ৬ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ০.৩৭ টাকা। যার পরিমাণ আগের বছরের একই সময়ে ছিল ০.৬৮ টাকা। এ হিসাবে ইপিএস কমেছে ০.৩১ টাকা বা ৪৫.৫৮ শতাংশ।

এদিকে শেষ ৩ মাসে (অক্টোবর-ডিসেম্বর’১৭) কোম্পানির ইপিএস হয়েছে ০.১৬ টাকা। যা এর আগের বছর একই সময়ে হয়েছিল ০.৪৯ টাকা। এ হিসেবে ইপিএস কমেছে ০.৩৩ টাকা বা ৬৭.৩৪ শতাংশ।

কোম্পানিটির ২০১৭ সালের ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাড়িয়েছে ১২.৭৩ টাকা।

আজকের বাজার:এসএস/২৮জানুয়ারি ২০১৮