৪৭ বছরে পা রাখলেন শচিন টেন্ডুলকার

করোনা পরবর্তী সময়ে বিশ্ব ক্রিকেটে ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত দিলেন, ৪৭ বছরে পা রাখা ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচিন টেন্ডুলকার।

তিনি মনে করেন, করোনা পরবর্তী সময়ে স্বাস্থ্য সচেতনতায় বল শাইন করার সময় থুথু ব্যবহারে সতর্ক হবেন ক্রিকেটাররা।

এছাড়া সামাজিক দূরত্বের বিষয় মাথায় রেখে উইকেট পড়লে হাই ফাইভ বা একে অপরকে জড়িয়ে ধরে সেলিব্রেশন থেকে বিরত থাকতে পারেন ক্রিকেটাররা। সবার সুরক্ষা নিশ্চিত হলে ফের খেলা শুরু করার তাগিদ দেন শচিন।

কোভিড-19 এর প্রভাবে এবার ঘরে থেকে পরিবারের সঙ্গে অনাড়ম্বর জন্মদিন উদযাপন করেন লিটল মাস্টার।