আগের দিনই নির্ধারণ হয়ে গিয়েছিল কলকাতা টেস্টের ভাগ্য। আজ তৃতীয় দিন ফল নিয়ে তাই সবার আগ্রহ ছিল কমই। খেলা কতক্ষণ চলবে? বাংলাদেশের শেষ চার উইকেট নিতে ভারতের কতক্ষণ সময় লাগবে? এই প্রশ্নগুলোই ঘুরপাক খাচ্ছিল ক্রিকেটপ্রেমীদের মনে।
সব প্রশ্নের জবাব মিলেছে দিনের খেলা শুরুর ৪৭ মিনিটের মধ্যেই। ইডেন গার্ডেনে গোলাপি বলের টেস্ট ইনিংস ও ৪৬ রানে জিতে দুই ম্যাচের সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে ভারত। তাতে বিরাট কোহলির দল গড়েছে ইতিহাস।
টেস্ট ইতিহাসের প্রথম দল হিসেবে টানা চার টেস্টে ইনিংস ব্যবধানে জয়ের রেকর্ড গড়ল ভারত। ইন্দোরে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট তারা জিতেছিল ইনিংস ও ১৩০ রানে। তার আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ দুই টেস্টও জিতেছিল ইনিংস ব্যবধানে। পুনেতে ইনিংস ও ১৩৭ রানে আর রাঁচিতে ইনিংস ও ২০২ রানে।
এই নিয়ে টানা সাতটি টেস্ট জিতল ভারত। যেটা তাদের নিজেদের রেকর্ড। এর আগে ২০১৩ সালে জিতেছিল টানা ছয় টেস্ট। পাশাপাশি তারা টানা সাতটি সিরিজও জিতল। হিসাবটা শুধু ঘরের মাঠে ধরলে টানা ১২টি সিরিজ জয়।
আজকের বাজার/আরিফ