পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিঙ্গার বিডি লিমিটেডের শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে। গত বছরের তুলনায় এই বৃদ্ধির হার ৪৮.০২ শতাংশ।
কোম্পানি সূত্রে জানা যায়, ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে কোম্পানির ইপিএস হয়েছে ৭ টাকা ১২ পয়সা। যা গত বছরের একই সময়ে ছিল ৪ টাকা ৮১ পয়সা। সেই হিসেবে বেড়েছে ২ টাকা ৩১ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৭০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। এর আগের বছর যা ছিল ৬৫ শতাংশ।
কোম্পানিটির মোট শেয়ারের ৭০.১০ শতাংশ রয়েছে উদ্যোক্তাদের হাতে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৯.৫১ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২.৬৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১৭.৭২ শতাংশ শেয়ার।
‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৮৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
সুত্র: অর্থসূচক