৪৮ ঘণ্টার মধ্যে ঢাকা মহানগরে চলাচলকারী যানবাহনের হাইড্রোলিক হর্ন বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকেোর্ট। ২৩ আগস্ট বুধবার বিচারপতি কাজী রেজাউল হক এবং বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরশেদ আদালতে রিটের পক্ষে শুনানি করেন। এর আগে মঙ্গলবার তিনি এ রিট দায়ের করেন।
রিটে বলা হয়, মটরযান অধ্যাদেশ অনুযায়ী এমন কোনো যন্ত্র যানবাহনে ব্যবহার করা যাবে না যা শব্দ দূষণের সৃষ্টি করে। কিন্তু বিভিন্ন যানবাহনে আইন ভঙ্গ করে হাইড্রোলিক হর্ন ব্যবহার করা হচ্ছে। একইসঙ্গে এসব হর্ন ব্যবহারকারী যানবাহন জব্দের নির্দেশনাও রিটে চাওয়া হয়েছিল।
আজকের বাজার: এমএম/ ২৩ আগস্ট ২০১৭