প্রাণঘাতী করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব মোকাবিলায় সরকারী নির্দেশনা মেনে সবাই যখন লকডাউনে ঠিক তখনই অভিনব পন্থায় গৃহবন্দী মানুষজনকে অনলাইন প্লাটফর্মের সাথে পরিচিত করতে ও করোনা মোকাবেলায় ফান্ড গঠনে গত ২ এপ্রিল থেকে সপ্তাহব্যাপি অনলাইন ধামাকা অফার ঘোষনা করে সু-পরিচিত গ্রহনা প্রস্তুত, বিক্রয় ও বিপণনকারী প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ড।
৪৯৯ টাকার এই অফারে দৈব চয়ন প্রক্রিয়ায় ৫০ জন ভাগ্যবান পেয়েছেন ডায়মন্ড এর লকেট, রিং ও নোসপিন। ঘোষনার পর-পরই অফারটি গ্রাহকদের মধ্যে হৈচৈ ফেলে দেয়। বাংলাদেশের জুয়েলারী ইতিহাসে অনলাইন কেনাকাটায় রেকর্ড পরিমান গ্রাহক এই অফারে অংশগ্রহণ করেন। অফার শেষে আজ সন্ধ্যা ৭ টায় প্রতিষ্ঠানটির ভেরিফাইড ফেইসবুক পেজে লাইভে এসে লটারীর মাধ্যমে তিনটি ক্যাটাগরিতে ৫০ জন ভাগ্যবান নির্বাচন করা হয়। উল্লেখ্য প্রতিষ্ঠানটির সকল স্টাফদের তিন দিনের বেতন ইতিমধ্যেই করোনা পরিস্থিতি মোকাবেলায় ব্যয় করা হয়েছে। বিজয়ীদের পূর্ণাঙ্গ নাম ঠিকানা পাওয়া যাবে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে ও ফেইসবুক পেজে।