পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে। কোম্পানিগুলো হলো- জেমিনী সী ফুড, বঙ্গজ, মিথুন নিটিং অ্যান্ড ডায়িং ও তাল্লু স্পিনিং মিলস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, জেমিনী সী ফুডে এজিএম আগামী ১৪ ডিসেম্বরের পরিবর্তে ২১ ডিসেম্বর সকাল সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হবে। তবে এজিএম ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
বঙ্গজের এজিএম ১৪ডিসেম্বর এর পরিবর্তে ৩০ডিসেম্বর সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। তবে এজিএম ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
মিথুন নিটিংয়ের এজিএম ১৪ ডিসেম্বর এর পরিবর্তে ৩০ডিসেম্বর দুপুর ১২ টায় অনুষ্ঠিত হবে। তবে এজিএম ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
তাল্লু স্পিনিংয়ের এজিএম ১৪ ডিসেম্বর এর পরিবর্তে ৩০ ডিসেম্বর বেলা ১১ টায় অনুষ্ঠিত হবে। তবে এজিএম ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।