প্রায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সাথে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
ফেঞ্চুগঞ্জ মাইজগাও রেল স্টেশন ক্লার্ক জহর লাল দাস জানান, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে সিলেটগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেনটি ফেঞ্চুগঞ্জ মল্লিকপুর এলাকায় দুর্ঘটনায় কবলিত হয়। এতে ট্রেনের পেছনের একটি তেলের বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সাথে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
তিনি আরও জানান, সিলেট থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে বগিটি উদ্ধার করলে বেলা সাড়ে ৩টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আজকের বাজার/এমএইচ