জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়াকে ৪ জুন পর্যন্ত জামিন দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার(১০মে) সকাল সাড়ে এগারোটায় বকশিবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে এ আদেশ দেন বিচারক আখতারুজ্জামান।
বেগম খালেদা জিয়া অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি।ফলে মামলা পরিচালনায় বিলম্বিত হচ্ছে বিধায় দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজল ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ মামলার কার্যক্রম পরিচালনার জন্য বিচারপতিকে অনুরোধ করেন।
আসামি-পক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান, বাংলাদেশের আইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ধরনের মামলা পরিচালনার কোন সুযোগ নেই। পাশাপাশি এ মামলায় বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য জামিনের আবেদন করেন তিনি।
আরজেড/