আসন্ন সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণার জন্য নির্বাচন কমিশন আগামী রোববার (৪ নভেম্বর) বৈঠকে বসবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।
বৃহস্পতিবার রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে সাক্ষাৎ শেষে বঙ্গভবন থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের একথা জানান।
তিনি বলেন, ‘এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। রাষ্ট্রপতি আবদুল হামিদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অবহিত হয়েছেন। নির্বাচনের তফসিল বিষয়ে সিদ্ধান্ত নিতে ইসি ৪ নভেম্বর বৈঠকে বসবে।’
সিইসির নেতৃত্বে নির্বাচন কমিশনের ৬ সদস্যের একটি প্রতিনিধিদল বিকাল সোয়া ৪টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন।
আজকের বাজার/এমএইচ