৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন বিএসইসির

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন – বিএসইসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে – স্টাইল ক্রাফট , ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, ফাইন ফুডস ও নর্দার্ণ জুট লিমিটেড।

প্রতিষ্ঠানগুলোর সাম্প্রতিককালের অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ অনুসন্ধানেই গেল ২০ নভেম্বর এ তদন্ত কমিটি গঠন করেছে বিএসইসি।

উল্লেখ্য, গেল ৫ নভেম্বর স্টাইল ক্রাফটের শেয়ারের দর ছিল ৬৯৭ টাকা যা ২০ নভেম্বর বেড়ে ১ হাজার ২৮৭ টাকা হয়। ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের শেয়ার দর গেল ২৮ অক্টোবর ছিল ২৬ টাকা ১০ পয়সা। কিন্তু সবশেষ ২০ নভেম্বর প্রতিষ্ঠানটির শেয়ারের দর বেড়ে হয় ৩৪ টাকা ৭০ পয়সা। ২৮ অক্টোবর ফাইন ফুডসের শেয়ার দর ছিল ৩২.৮০ টাকা যা ২০ নভেম্বর পর্যন্ত ১৭ দিনে ২০ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩৯.২০ টাকায় এবং নর্দার্ণ জুটের শেয়ার ২৩ অক্টোবর ৫৯২.৯০ টাকায় লেনদেন হয় যা ২০ নভেম্বর পর্যন্ত ৪৬ শতাংশ বেড়ে দাঁড়ায় ৮৬৩.২০ টাকায়।

 

আজকের বাজার/মিথিলা