চার বছর আগে তার ওজন ছিল ১৫০ কেজি। সোশ্যাল মিডিয়াতে রীতিমত ভাইরাল হয়ে গিয়েছিল ১০ বছরের আর্য পারমাণা৷ কিন্তু চার বছর পরের কীর্তিতে আরও অবাক হয়ে গিয়েছে সকলে। কেননা মাত্র ৪ বছরের মধ্যে সে কমিয়েছে ৮৭ কেজি।
তবে কোন অস্ত্রপচার নয় রীতিমত কঠিন ডায়েট মেনে আর ব্যায়ামের সাহায্যে এই অসম্ভবকে সম্ভব করেছে ওই কিশোর। প্রথমে তার পক্ষে সহজ ছিল না এই লড়াই। কিন্তু মনের জোরে বাজিমাত করেছে সে। এখন রীতিমত লোহা তুলতে পারে সে।
একসময় স্বাভাবিক চলাফেরা করাটা যার কাছে ছিল দুঃস্বপ্নের মত আজ সে বাকিদের মতই স্বাভাবিক। ৮ বছর বয়স থেকে আচমকাই ওজন বাড়তে থাকে ছোট্ট আর্যর৷ মাত্র ১০ বছর বয়সেই অস্বাভাবিক ভাবে ওজন বেড়ে ওঠে তার। আর তারপরেই ইন্দোনেশিয়া সরকার তার চিকিৎসার সব খরচের দায়িত্ব নিয়েছিল।
তার কোচ অ্যাড জানিয়েছিলেন এই পুরোটার কৃতিত্ব আর্যর। তিনি শুধু পাশে থেকে সাহায্য করেছেন। এখন সে বাকিদের মত ফুটবল খেলে। ওজন কমানোর পরে অতিরিক্ত দেহের ভাঁজ অস্ত্রোপচার করে কমিয়েছেন চিকিৎসকেরা।
আজকের বাজার/লুৎফর রহমান