ভারতের বৃহত্তম কর সংস্কার ব্যবস্থা পণ্য ও পরিষেবা কর বা জিএসটি (গুডস এন্ড সার্ভিস ট্যাক্স) আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। শুক্রবার রাত ১২ টায় অ্যাপের মাধ্যমে জিএসটি চালু করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
১ জুলাই শনিবার থেকে ভারতের কেন্দ্রীয় সরকার ও সবগুলো রাজ্য সরকারকে নতুন এই কর ব্যবস্থা মেনেই কর আদায় করতে হবে। নতুন এই ব্যবস্থায় পণ্য ও পরিষেবায় ৫ শতাংশ, ১২ শতাংশ, ১৮ শতাংশ এবং ২৮ শতাংশ এই চার ‘ভিত্তিহারে’ কর পরিশোধ করতে হবে।
জিএসটি চালুর সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, এক দেশ, এক কর- দেশকে ভবিষ্যতের পথ প্রদর্শন করবে। গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স নয়, আসলে গুড অ্যান্ড সিম্পল ট্যাক্স জিএসটি।
মোদি বলেন, দীর্ঘ সময়ের ফসল এই জিএসটি। রাজ্য ও কেন্দ্রের যৌথ প্রয়াসেই জিএসটি সম্ভব হয়েছে। টিম ইন্ডিয়ার সাফল্যের প্রমাণ এই জিএসটি।
মোদি আশা করেন, জিএসটির ফলে ক্ষুদ্র ব্যবসায়ী আর দরিদ্রদের করের অব্যবস্থা থেকে মুক্তি পাবেন। বিহার, পশ্চিমবঙ্গ, ওড়িশার মতো রাজ্যগুলি জিএসটির জেরে লাভবান হবে।
প্রধানমন্ত্রী বলেন, কারো অপপ্রচারে কান দেবেন না। জিএসটির মাধ্যমে কালো টাকা মোকাবিলা করা হবে। তবে কর ব্যবস্থায় আর কোনো ধোঁয়াশা থাকবে না।
এদিকে সংসদের ঐতিহাসিক সেন্ট্রাল হলে অনুষ্ঠানের শুরুতেই অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, আমরা সবাই এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য একত্রিত হয়েছি। ভারতের বৃহত্তম কর সংস্কার ব্যবস্থা জিএসটি চালু হলো। নতুন ভারত তৈরি করবে এক কর, এক বাজার এবং এক দেশ।
তিনি বলেন, ভারত এক নতুন ইতিহাস রচনা করতে চলেছে। রাজনীতির ঊর্ধ্বে উঠেও দেশের স্বার্থে এগিয়ে আসার উদাহরণ হলো জিএসটি।
অর্থমন্ত্রী অরুণ জেটলি আশা প্রকাশ করেন, কর আদায়ের নতুন এই ব্যবস্থাটি পুরোপুরি কার্যকর হলে দেশের প্রবৃদ্ধি প্রায় ২ শতাংশ বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে উপস্থিত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি জিএসটি চালু হওয়ায় ব্যক্তিগতভাবে খুশি হয়েছেন। তিনি জানান, জিএসটি চালু করার গত ১৪ বছরের এই প্রচেষ্টায় তিনি নিজেও জড়িত ছিলেন। ১৬ দফা বৈঠক হয়েছে এ নিয়ে।
তবে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস আগেই অনুষ্ঠান বয়কটের ঘোষণা দেয়। দল দুইটির কেউই সে সময় উপস্থিত ছিলেন না। তবে তাতে থেমে থাকেনি জিএসটি উদযাপন। সেসময় দেখানো হয় জিএসটির ওপর বিশেষ তথ্যচিত্র।
অনুষ্ঠানে কয়েক হাজার অতিথির মধ্যে উপস্থিত ছিলেন উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া, লোকসভা স্পিকার সুমিত্রা মহাজন, বিজেপি সভাপতি অমিত শাহ, লালকৃষ্ণ আদবানি, শরদ পাওয়ারসহ আরও অনেকে।
আজকের বাজার: এলকে/এলকে ১ জুলাই ২০১৭