৪ শতাধিক যাত্রী নিয়ে ঢাকাগামী চাঁদপুর থেকে ছেড়ে আসা লঞ্চ ‘এমভি দেশান্তর’ মেঘনার চরে আটকা পড়েছে। লঞ্চের সব যাত্রী নিরাপদে রয়েছে। তবে ঝড়ের সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা গেছে।
রোববার সকাল ১০ টায় মুন্সীগঞ্জ জেলার গজারিয়া চরে ঝড়ের কবলে লঞ্চটি আটকা পড়ে।
প্রত্যক্ষদর্শী যাত্রী সূত্রে জানা গেছে, সকাল সোয়া ৭ টায় চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ‘এমভি দেশান্তর’ লঞ্চটি ঝড় শুরু হওয়ার পর চরে থামিয়ে অবস্থান নেন। প্রায় আধা ঘণ্টা পর ঝড় থেমে গেলে পুনঃরায় লঞ্চটি চালানোর চেষ্টা করা হলেও লঞ্চটি নামানো সম্ভব হয়নি।
ওই লঞ্চের মালিক মিল্টন জানান, ঢাকা থেকে তাদের আরেকটি লঞ্চ এমভি সোনারতরী মেঘনার চরে পৌঁছে আটকেপড়া যাত্রীদের উদ্ধার করে গন্তব্য পাঠানো ব্যবস্থা করছেন।
আজকের বাজার/এমএইচ