ঢাকার উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ৪ শিশুর জন্ম দিয়েছেন এক মা। মা সহ সকলেই সুস্থ আছেন। বর্তমানে রাজধানীর উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে এনআইসিইউতে রয়েছে এই চার শিশু ।
গত সোমবার সকালে ডাক্তারদের পরামর্শে শাকিলা সিদ্ধান্ত নেন অস্ত্রোপচারের। নবজাতকদের মধ্যে একজন ছেলে ও তিনজন মেয়ে। ছেলে শিশুর ওজন ১ কেজি ৮০০ গ্রাম, মেয়েদের একটির ওজন ১ কেজি ৬০০ গ্রাম ও অন্য দুটির ওজন ১ কেজি ৪০০ গ্রাম।
তবে একসঙ্গে চার নবজাতক শিশু জন্ম নেওয়ায় বিপাকে পড়েছেন কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর গ্রামের দুবাই প্রবাসী জালাল উদ্দিনের স্ত্রী শাকিলা আক্তার।
জালাল উদ্দিনের বড় ভাই নিজাম উদ্দিন জানান, জালাল উদ্দিনের স্ত্রী শাকিলা আক্তার (২২) স্বাভাবিকভাবে সন্তান ধারণ করতে না পারার কারনে গাইনি বিশেষজ্ঞদের পরামর্শে ওভুলেশন ইনডাকশনের মাধ্যমে গর্ভধারণ করেন। গত ১৫ দিন আগে শাকিলা উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। আলট্রাসনোগ্রামের মাধ্যমে শাকিলা আগে থেকেই জানতেন তার গর্ভে চারটি সন্তান রয়েছে।
তিনি আরও জানান, আর্থিক টানাপোড়েনের কারণে চিকিৎসা খরচ চালিয়ে তাদের বাঁচিয়ে রাখা অসম্ভব হয়ে পড়ছে।
এ ব্যাপারে নিজাম উদ্দিন ও তার পরিবারের সদস্যরা সরকার ও সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহায়তা কামনা করেছেন।
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. অধ্যাপক নীলুফার শামীম জানান, চার নবজাতক ও তাদের মা সুস্থ আছেন। তবে প্রি-ম্যাচিউর হওয়ায় মায়ের বুকের দুধ টেনে খেতে না পারায় তাদের নিওনেটাল আইসিইউতে রাখা হয়েছে। দু-একদিনের মধ্যে শিশুদের মায়ের কাছে দেয়া যাবে ।