৫ম দফায় ভোট গ্রহণ চলছে ভারতে

আজ ভারতে চলছে লোকসভা নির্বাচনের পঞ্চম দফা ভোটগ্রহণ। প্রতি দফার মতো আঁটসাঁট নিরাপত্তায় দেশের ৫১টি কেন্দ্রে হবে ভোটগ্রহণ। পশ্চিমবঙ্গে এই দফায় ৭টি আসনে ভোটগ্রহণ হতে চলেছে। সেগুলি হল, বনগাঁ, বারাকপুর, উলবেরিয়া, হুগলি, শ্রীরামপুর, হাওড়া ও আরামবাগ। এছাড়া উত্তর প্রদেশে ১৪টি, রাজস্থান ১২টি, মধ্য প্রদেশে ৭টি, বিহার ৫টি, ঝাড়খণ্ড ৪টি ও জম্মু-কাশ্মীরে ২টি আসনে ভোটগ্রহণ হবে।

উল্লেখ্য, ৭ রাজ্যের ৫১টি কেন্দ্রে ৬৫৬ প্রার্থীর ভাগ্য পরীক্ষা হবে আজ। এর মধ্যে উত্তর প্রদেশেই হাইপ্রোফাইল প্রার্থী লড়ছেন অমেঠি থেকে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও কেন্দ্রীয়মন্ত্রী তথা বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি, রায়বরেলি থেকে ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গান্ধী, লখনউ থেকে কেন্দ্রীয়মন্ত্রী রাজনাথ সিং প্রমুখ। পাশাপাশি কেন্দ্র ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর, সমাজবাদী পার্টির পুনম সিনহার ভাগ্য নির্ধারণ হবে।

আজ পঞ্চম দফায় ৩ জেলায় ৭ কেন্দ্রে ভোট। ভোটগ্রহণ হবে বনগাঁ, বারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি ও আরামবাগ কেন্দ্রে। এই ৭ কেন্দ্রে ভোট অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করাই এখন চ্যালেঞ্জ কমিশনের সামনে।