সারাদেশে ৫০০ অটোগ্যাসের রিফুয়েলিং স্টেশন স্থাপন করার অনুমোদন পেয়েছে বেক্সিমকো গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বেক্সিমকো পেট্রোলিয়ামস লিমিটেড । গত ৪ জানুয়ারি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এ অনুমোদন দেয় ।মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।
বেশ কিছু শর্তসাপেক্ষে বেক্সিমকো পেট্রোলিয়ামস লিমিটেডকে এলপি গ্যাস অপারেটর হিসেবে কার্যক্রম পরিচালনার প্রাথমিক অনুমোদন দেয়া হয়েছে। অবশ্য এসব শর্ত এলপি গ্যাসের অপারেটর হিসেবে সব কোম্পানির ক্ষেত্রেই প্রযোজ্য।
অটোগ্যাস স্টেশনের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় ২৫টি অটোগ্যাস ওয়ার্কশপ/কারখানা স্থাপনের অনুমোদনও পেয়েছে বেক্সিমকো পেট্রেলিয়ামস।
তবে এলপি গ্যাস অপারেটর হিসেবে কার্যক্রম চালাতে হলে কোম্পানিটিকে ন্যূনতম ৫ হাজার মেট্রিক টন এলপি গ্যাস ধারণ ক্ষমতার ট্যাঙ্ক নির্মাণ করতে হবে। বাল্ক এলপি গ্যাস পরিবহনের জন্য পর্যাপ্ত সংখ্যক রোড ট্যাঙ্কার ও নদী পথে প্রয়োজনীয় যান থাকতে হবে।
অটোগ্যাসকে বিশ্বব্যাপী সবুজ জ্বালানি (Clean Fuel) হিসেবে অভিহিত করা হয়। এই জ্বালানিতে পেট্রোল ও ডিজেলের তুলনায় ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত কম কার্বনডাই অক্সাইড উৎপন্ন হয়।।
আজকের বাজার:এসএস/৭জানুয়ারি ২০১৮