পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড ৫০০ কোটি টাকার মুদারাবা সাবঅর্ডিনেটেড বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া গ্রীণ মোর লিমিটেডের সঙ্গে যৌথভাবে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদান করবে ব্যাংকটি। সে লক্ষ্যে একটি সাবসিডিয়ারি কোম্পানি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মুদারাবা সাবঅর্ডিনেটেড বন্ডটির নাম হবে “এআইবিএল থার্ড মুদারাবা সাবঅর্ডিনেটেড বন্ড” যা ৭ বছরে রিডেমেবল হবে। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করে ৫০০ কোটি টাকা উত্তোলন করা হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পর বন্ড ইস্যুর পরবর্তী কার্যক্রম শুরু হবে।