কোরীয় যুদ্ধে নিহত ৫০০ তুর্কি সেনার দেহাবশেষ তুরস্ককে ফেরত দেবে উত্তর কোরিয়া। খবর ডেইলি সাবাহ’র।
গত সপ্তাহে এ বিষয়ে কথা বলার জন্য দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত আরসিন আরসিন পিয়ংইয়ং সফর করেন।
তুর্কি রাষ্ট্রদূত আরসিন আরসিন সাংবাদিকদের জানান, কোরীয় যুদ্ধের সময় তুরস্কের সেনারা মার্কিন ও ব্রিটিশ সেনাদের পাশে থেকে যুদ্ধ করেন এবং তিন দেশের শত শত সেনা একসঙ্গে নিহত হন।
কাজেই তাদের দেহাবশেষ পরস্পর থেকে আলাদা করা ও তাদের জাতীয়তা নির্ধারণের জন্য ডিএনএ পরীক্ষা করা হবে। এ প্রক্রিয়া শেষ হতে যথেষ্ট সময় লাগবে।
উল্লেখ্য, সম্প্রতি সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাতে কোরীয় যুদ্ধে নিহত বিদেশি সৈন্যদের দেহাবশেষ তাদের নিজ দেশে ফেরত পাঠাতে একটি সমঝোতা হয়।
ওই সমঝোতার ভিত্তিতে গত সপ্তাহেই উত্তর কোরিয়া থেকে মার্কিন সেনাদের দেহাবশেষ ফেরত পাঠানোর কাজ শুরু হয়েছে।
আজকের বাজার/একেএ