৫০ কোটি টাকার শরীয়াহ ফান্ড আনছে লংকাবাংলা

দেশের পুঁজিবাজারে আরও একটি শরীয়াভিত্তিক মিউচুয়াল ফান্ড আসছে। ফান্ডটি নিয়ে আসবে লংকাবাংলা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। প্রাথমিকভাবে ফান্ডটির আকার হবে ৫০ কোটি টাকা। ফান্ডের নাম লংকাবাংলা আল আরাফাহ্ ইউনিট ফান্ড। এটি একটি বে-মেয়াদি ফান্ড (Open-end Fund)। লংকাবাংলা সূত্রে এই তথ্য জানা গেছে।

লংকাবাংলা আল আরাফাহ্ মিউচুয়াল ফান্ডের স্পন্সর আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের কর্মকর্তা-কর্মচারিদের গ্রাচু্ইটি ফান্ড। ফান্ডে স্পন্সরের অংশ ১০ কোটি টাকা। বাকী ৪০ কোটি টাকা সংগ্রহ করা হবে বিনিয়োগকারীদের কাছে ইউনিট বিক্রির মাধ্যমে।

ফান্ডটি পরিচালনা করবে লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। এর ট্রাস্টি ও কাস্টোডিয়ানের দায়িত্ব পালন করবে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।

১৭ মে বুধবার আইসিবির সম্মেলন কক্ষে ফান্ডের স্পন্সর ও ট্রাস্টির মধ্যে ট্রাস্ট চুক্তি সই হয়েছে। এতে স্পন্সরের পক্ষে আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল করিম এবং ট্রাস্টির পক্ষে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইফতেখার-উজ-জামান সই করেন। এ সময় লংকাবাংলা ফাইন্যান্সের ক্যাপিটাল মার্কেট অপারেশন্সের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাসির উদ্দিন চৌধুরী, আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ রেজাউর রহমান, চিফ ফিন্যান্সিয়াল অফিসার মুহাম্মদ নাদিম এফসিএ, আইসিবির জেনারেল ম্যানেজার মো: শাহজাহান, জেনারেল ম্যানেজার মো: রফিকুল ইসলাম, লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির উপদেষ্টা খন্দকার আসাদ উল্লাহ, প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম আলীসহ তিন প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই ট্রাস্ট চুক্তি অনুমোদন করলে ফান্ডটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

আজকের বাজার:এলকে/এলকে/১৭ মে ২০১৭