৫০ লাখ টন গম আমদানির সিদ্ধান্ত

সরকারি গুদামের মজুত বাড়াতে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ৫০ লাখ টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি মেট্রিক টন গমের দাম নির্ধারণ করা হয়েছে ২৪৫.৩৫ মার্কিন ডলার।

বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবনার প্রেক্ষিতে এ সিদ্বান্ত নেওয়া হয।

বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৈঠকে শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান জানান, ৫০ লাখ টন গম আমদানিতে সরকারের মোট ব্যয় হবে ১০১ কোটি ৮২ লাখ টাকা। কোরিয়ান প্রতিষ্ঠান মেসার্স সিংসং ফুড কর্পোরেশন সরবরাহকারী প্রতিষ্ঠান নিয়োগ পেয়েছে।

আজকের বাজার:এলকে/এলকে ৬ ডিসেম্বর ২০১৭