নারায়ণগঞ্জে ৫০ হাজার ইয়াবাসহ সদর মডেল থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহরাওয়ার্দী রুবেলকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বুধবার রাতে পৃথক অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়।
জানা গেছে, এর মধ্যে সদর মডেল থানার ভেতরে তার ব্যাগ থেকে ৫ হাজার ও বাসা থেকে আরো ৪৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, সোহরাওয়ার্দী রুবেল নারায়ণগঞ্জ সদর মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই)। এর আগে তিনি বন্দর থানায় কর্মরত ছিলেন। বন্দরের রূপালী আবাসিক এলাকাতে তিনি একটি ফ্ল্যাট বাসায় থাকেন। গোপন খবরের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় অভিযান চালিয়ে তার বাসা থেকে ৪৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
জানতে চাইলে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ইয়াবা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।এর আগে তার বিরুদ্ধে এক নারীকে আটকে রেখে প্রায় ৫ লাখ টাকা মুক্তিপণ আদায় করার অভিযোগ ছিল।
আজকেরবাজার/এস/এসকে