৫১১ রানের টার্গেট পেলো বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্ট জিততে বাংলাদেশকে ৫১১ রানের টার্গেট দিয়েছে সফরকারী শ্রীলংকা। প্রথম ইনিংসে ৯২ রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪১৮ রানে অলআউট হয় লংকানরা। অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ১০৮ ও কামিন্দু মেন্ডিস ১৬৪ রান করেন। প্রথম ইনিংসেও সেঞ্চুরি করেছিলেন দু’জনে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে লংকানদের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১১৯ রান। ৫ উইকেট হাতে নিয়ে ২১১ রানে এগিয়েছিলো তারা। অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ২৩ ও বিশ^ ফার্নান্দো ২ রানে অপরাজিত ছিলেন।
আজ তৃতীয় দিন ফার্নান্দোকে ৪ রানে আউট করেন পেসার খালেদ আহমেদ। এরপর সপ্তম উইকেটে ২৭৩ বলে ১৭৩ রান যোগ করে শ্রীলংকাকে বড় লিড এনে দেন ধনাঞ্জয়া ও কামিন্দু মেন্ডিস। প্রথম ইনিংসে ষষ্ঠ উইকেটে ২৪৫ বলে ২০২ রানের জুটি গড়েছিলেন তারা।
৯টি চার ও ২টি ছক্কায় ১৭৯ বলে ১০৮ রান করে মিরাজের শিকার হন ধনাঞ্জয়া। চা-বিরতির আগে সেঞ্চুরি তুলে নেন কামিন্দু।
তাইজুলে বলে শেষ ব্যাট হিসেবে আউট হন ২৩৭ বল খেলে ১৬টি চার ও ৬টি ছক্কা মারা কামিন্দু।
বাংলাদেশের মিরাজ ৪টি, নাহিদ রানা-তাইজুল ২টি করে এবং শরিফুল-খালেদ ১টি করে উইকেট নেন। (বাসস)