৫২ বিদেশি সাংবাদিক ২ অক্টোবর বাংলাদেশে আসছেন

ভারত, দক্ষিণ কোরিয়া, ওমান, ব্রাজিল, তুরস্ক এবং কানাডাসহ কয়েকটি দেশের ৫২ সদস্যের গণমাধ্যম প্রতিনিধি দল আগামী ২-৭ অক্টোবর বাংলাদেশ সফর করবে। বাংলাদেশের উন্নয়ন পর্যবেক্ষণ এবং গুরুত্বপূর্ণ বিষয়ে প্রতিবেদন তৈরি করতেই তারা এই সফর করবেন। খবর ইউএনবি’র।

সূত্র জানায়, বিদেশি দেশগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো শক্তিশালী এবং বিদেশে বাংলাদেশের ইতিবাচক দিকগুলো প্রচারের অংশ হিসেবে তাদের এই সফর।

এক কর্মকর্তা বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে তারা বাংলাদেশ সফরে আসছেন। এই প্রতিনিধি দলটি রোহিঙ্গা ক্যাম্পেও যাবেন।

আগামী ৭ অক্টোবর পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী বিদেশি সাংবাদিকদের ব্রিফ করবেন।

আরেক কর্মকর্তা জানান, নির্বাচন কমিশনের নির্বাচন নিয়ে প্রস্তুতি পর্যবেক্ষণ শেষে তারা তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সাথেও বৈঠক করবেন।

৮ অক্টোবর ঢাকা ছাড়ার আগে পদ্মা সেতুর কাজের অগ্রগতি পর্যবেক্ষণে সেতু পরিদর্শনে যাবেন সাংবাদিকরা।

উল্লেখ্য, সাংবাদিকদের এই প্রতিনিধি দলে ভারতের ১৬ সদস্য রয়েছেন বলে জানা গেছে।

আজকের বাজার/এমএইচ