কানাডায় অনুষ্ঠিত গ্লোবাল টি টোয়েন্টি কানাডা টুর্নামেন্টে মন্ট্রিয়েল টাইগার্স বনাম ভ্যাঙ্কুভার নাইটস ম্যাচে ব্যাটে ঝড় তোলেন ‘ক্যারিবিয়ান দৈত্য’।
গ্লোবাল টি টোয়েন্টি প্রতিযোগিতায় ভ্যাঙ্কুভার নাইটস -এর হয়ে মাত্র ৫৪ বলে ১২২ রানের অপরাজিত ইনিংস খেলেন। আরও একবার তিনি প্রমাণ করলেন আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা কেন তাঁকে দলে পেতে মরিয়া। গেলের বিধ্বংসী ইনিংসে সাজানো ছিল ১২টি ছক্কা ও সাতটি চার।
আজকের বাজার/লুৎফর রহমান