তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারার যেসব অসঙ্গতি রয়েছে তা সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আজ বুধবার,৩রা মে সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকের তিনি একথা জানান। তবে গতকাল তিনি বলেছিলেন, এ ধারাটি পুরোপুরি বাতিল করা হবে। আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার কারো কথা বলায় হস্তক্ষেপ করায় বিশ্বাসী নয়। ৫৭ ধারায় যেসব অসঙ্গতি আছে তা সংশোধন করা হবে।
মন্ত্রী বলেন, যেসব ব্যক্তির বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা আছে তারা ন্যায় বিচার পাবেন; আমার ওপর আস্থা রাখুন। তিনি জানান, আইসিটি বিষয়ক অভিযোগ নিষ্পত্তির জন্য ডিজিটাল সিকিউরটি অ্যাক্ট নামের আইন করা হচ্ছে। এ নতুন আইনে মুক্তভাবে কথা বলার সুযোগ অব্যাহত থাকবে।
আজকের বাজার:এলকে/এলকে/৩রা মে,২০১৭