সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তুচ্ছ কারণে ৫৭ ধারার অপপ্রয়োগ থেকে বেরিয়ে আসতে হবে এবং এ ধরনের প্রবণতা আত্মঘাতীমূলক।
শনিবার ০৫ আগস্ট জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে শেখ কামালের ৬৯তম জন্মদিনে স্মরণানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উচ্চ আদালতের রায়ে ষোড়শ সংশোধনী বাতিল হওয়ায় বিএনপি খুশি হওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন,তারাতো এখন মহাখুশি একটা ইস্যু পেয়েছে। তাদের অন্য ইস্যু মরে গেছে। এই আশার আলো অচিরেই নিভে যাবে।
তিনি আরও বলেন, ভারতে নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় এলো তখন সকাল বেলা ফলাফলের আগেই ভারতীয় দূতাবাসে ফুল দিয়েছিল। আমেরিকা রেজাল্ট বের হওয়ার আগে বাংলাদেশে সকল ফুলের দোকানে ফুল বিক্রি হয়ে যায়, মিষ্টির দোকানে মিষ্টি বিক্রি হয়ে যায়, হিলারি ক্লিনটন আসবেন বলে, ক্ষমতায় বসবেন বলে। তারা মনে করেছিল হিলারি ক্ষমতায় এসে তাদের ক্ষমতায় বসাবে।কিন্তু ক্ষমতার মালিক জনগণ। জনগণ ছাড়া কাউকে কেউ ক্ষমতায় বসাতে পারে না।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ ষড়যন্ত্র করে না; কিন্তু এদেশে বার বার আওয়ামী লীগ ষড়যন্ত্রের শিকার হয়েছে। বাংলাদেশে একেকজন ক্ষমতায় আসেন, হয়ে যান বিকল্প পাওয়ার সেন্টার, হাওয়া ভবন তৈরি করেন। গর্ব করে বলতে পারি, বঙ্গবন্ধুর ছেলে শেখ কামালের কোনো হাওয়া ভবন ছিল না।
আজকের বাজার: আরআর/ ০৫ আগস্ট ২০১৭