পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের ৫ কোম্পানির অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ খতিয়ে দেখতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার এই কমিটি গঠন করা হয়।
বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- প্রকৌশল খাতের কোম্পানি আজিজ পাইপস, জ্বালানী ও বিদ্যুৎ খাতের বাংলাদেশ ওয়েল্ডিং অ্যান্ড ইলেক্ট্রোডস, খাদ্য খাতের বিচ হ্যাচারি, ফু-ওয়াং ফুড, কাগজ খাতের খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পরিচালক মো. জাহাঙ্গীর আলমকে প্রধান করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের উপ-ব্যবস্থাপক মো. একরাম হোসেন এবং সহকারি এক্সিকিউটিভ বদরুল ইসলাম শাওন।
আজকের বাজার: এলকে/এলকে ২৪ জুলাই ২০১৭