পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির শেয়ার রেকর্ড ডেটের আগে আগামী রোববার থেকে স্পট মার্কেটে লেনদেন হবে।
কোম্পানিগুলো হচ্ছে- ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড, বিডি ওয়েল্ডিং ইলেক্ট্রোডস, ঢাকা ডাইং, রহিমা ফুড ও কেয়া কসমেটিকস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কেয়া কসমেটিকস ছাড়া বাকী কোম্পানিগুলোর শেয়ার আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত স্পটে লেনদেন হবে। এই কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৭ ডিসেম্বর।
আর কেয়া কসমেটিকসের লেনদেন চলবে ২৭ নভেম্বর, সোমবার পর্যন্ত। এই কোম্পানির রেকর্ড ডেট আগামী ২৮ নভেম্বর,মঙ্গলবার।
রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এর অংশ হিসেবেই স্পট মার্কটে কোম্পানিটির শেয়ার লেনদেন হবে।
আজকের বাজার: আরআর/ ২৩ নভেম্বর ২০১৭