শ্রীপুর উপজেলায় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার সকালে ঢাকা-ময়মনসিংহ রুটের ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়েছে।
শ্রীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার সায়দুর রহমান বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা থেকে মোহনগঞ্জগামী ‘হাওড়া এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয় এবং এর ফলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
বগি লাইনচ্যুত হওয়ায় জামালপুর যাত্রীবাহী ট্রেনসহ দুইটি ট্রেন আটকা পড়ে।
স্টেশন মাস্টার বলেন, খবর পেয়ে ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে প্রায় পাঁচ ঘণ্টা উদ্ধার কাজ চালিয়ে সকাল পৌনে আটটার দিকে বগির চাকা লাইনে উঠাতে সক্ষম হয়। পরে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ