পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর রাজধানীর মহাখালী টার্মিনাল থেকে পুনরায় দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে।
এক চালককে মারধর করার ঘটনায় মঙ্গলবার সকাল ৬টার দিকে বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকরা।
সকালে দূরপাল্লার কোনো বাস টার্মিনাল ছেড়ে যায়নি বলে জানিয়েছেন ট্রাফিক পুলিশের পরিদর্শক আক্তার হোসেন।
তিনি জানান, পুলিশ কর্মকর্তা ও পরিবহন শ্রমিক নেতাদের মাঝে ফলপ্রসূ আলোচনার পর বেলা ১১টার দিকে বাস চলাচল পুনরায় শুরু হয়।
স্থানীয়রা জানান, সোমবার রাত ১১টার দিকে মহাখালী মোড়ে হাইড্রলিক হর্ন ব্যবহার নিয়ে স্থানীয়দের সাথে এনা পরিবহনের এক বাসচালকের ঝগড়া হয়। এক পর্যায়ে বাসচালক মাথায় আঘাত পান।
এ ঘটনায় বিক্ষুব্ধ অন্যান্য বাসের চালক ও সহকারীরা রাতেই রাস্তায় ব্যারিকেড দিয়ে ঘণ্টাখানেকের জন্য তেজগাঁও ও মহাখালীতে গাড়ি চলাচল বন্ধ করে দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আজকের বাজার/এমএইচ