৫ জানুয়ারির নির্বাচনে অংশ নিয়ে সংবিধান সমুন্নত রেখেছে জাপা

জাতীয় পার্টির অন্যতম সিনিয়র প্রেসিডিয়াম সদস্য নেতা সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, জাতীয় পার্টি হলো গণতন্ত্রের সত্যিকারের ধারক-বাহক। সংবিধানের রক্ষক।

৮ জুলাই শনিবার রাজধানীর শ্যামপুরে নবনির্মিত দুটি সড়ক উদ্বোধন উপলক্ষে কদমতলি থানা জাতীয় পার্টি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ঢাকা থেকে নির্বাচিত জাপার এই সাংসদ বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ না করলে, সংবিধান যেমন লঙ্ঘিত হতো, ঠিক তেমনি গণতন্ত্রের অগ্রযাত্রাও ব্যাহত হতো। আমরা নির্বাচনে অংশ নিয়ে সংবিধানকে যেমন সম্মুন্নত রেখেছি। ঠিত তেমনি গণতন্ত্রের অগ্রযাত্রা চলমান রেখেছি।

বাবলা বলেন, দেশে নিরবচ্ছিন্ন গণতন্ত্র থাকার কারণেই সরকার উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করতে পারছে। তাই সরকারের উন্নয়নের অংশীদার জাতীয় পার্টি। আগামী নির্বাচনেও আমরা অংশগ্রহণ করে উন্নয়নের ধারা অব্যাহত রাখবো।

কদমতলি থানা জাতীয় পার্টির সভাপতি শামসুজ্জামান কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরো বক্তব্য রাখেন শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান সাইজুল, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও সাংবাদিক সুজন দে, শেখ মাসুক রহমান, শ্যামপুর থানা জাপার সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা, ছাত্র সমাজ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শাহ ইমরান রিপন, যুব সংহতির কদমতলি খানার আহবায়ক মো. আলমগীর হোসেন, মহিলা পার্টির নেত্রী শাহনাজ পারভীন, পারুল আক্তারসহ আরো অনেকে।

আজকের বাজার: এলকে/এলকে ৮ জুলাই ২০১৭