ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী সুরেশ প্রভু পাঁচদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন।
সোমবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। তাকে স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
সূত্র জানায়, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসছেন ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী সুরেশ প্রভু। তার এ সফরে বন্ধুপ্রতীম দু’দেশের ব্যবসা-বাণিজ্যিক সম্পর্কের আরও অগ্রগতির বিষয়ে আলোচনা হবে।
আজকের বাজার/এমএইচ