করোনাভাইরাসের কারণে ট্রেন চলাচলে কিছুটা সতর্কতা অবলম্বনের পথে যাচ্ছে কর্তৃপক্ষ। দেশের সব ধরনের ট্রেনের অগ্রিম টিকিট এখন থেকে ১০ দিনের পরিবর্তে পাঁচ দিন আগে বিক্রির সিদ্ধান্ত হয়েছে। আগামী সোমবার (২৩ মার্চ) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। রোববার (২২ মার্চ) দুপুরে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের সঙ্গে রেলের শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র বলছে, কোনো কারণে ট্রেন চলাচল বন্ধ করার পরিস্থিতি হলে কিংবা ট্রেনের চলাচল কমিয়ে ফেলার প্রয়োজন হলে অগ্রিম টিকিটের টাকা ফেরত দিতে হবে। ১০ দিন আগে অগ্রিম টিকিট বিক্রি হলে তা কিছুটা ঝুকির হবে। তাই অগ্রিম টিকিট বিক্রির সময়সীমা কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন এ সিদ্ধান্ত সাময়িক সময়ের জন্য নেওয়া হয়েছে। করোনার কারণে ট্রেনে যাত্রী কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরে বিষয়টি নিয়ে আবার বৈঠক করবে মন্ত্রণালয়।
আজকের বাজার/শারমিন আক্তার